ইলিয়াস পত্নী লুনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতাদের
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ণ
যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া সিলেটের ওসমানীনগর উপজেলার যুবদল নেতাদের নিয়ে মত বিনিময় সভা ও নৈশভোজের আয়োজেন করা হয়েছে। (৯জুন) সেমাবার রাতে ইস্ট লন্ডেনের একটি অভিজাত রেস্টুরেন্টে উন্মুক্ত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।উন্মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদেলের সহ-সমাজ কল্যান সম্পাদক -আব্দুল হাকিম জিলু।
সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি-আখতার আহমদ শাহিন, শানুর মিয়া, আব্দুল খয়ের, সুপান আহমদ, যুগ্ম সম্পাদক -নুরুল আলী রিপন, মিয়া মো: জামিল, সহ-সাধারণ সম্পাদক-জামিল হুসেন খাঁন, তারেক আল-জুবায়ের, এমরান আহমদ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক -শিপন আহমদ, সমাজ কল্যান সম্পাদক -মিফতাউর রহমান জাহান, , ক্রিড়া সম্পাদক -সাইফুর রহমান,সিনিয়র সদস্য-ইশতিয়াক আহমদ।
নৈশভোজ শেষে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারন সম্পাদক বাবর চৌধুরীকে যুবদলে স্থান পাওয়া ওসমানীনগরের সকলের পক্ষ থেকে কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে দেশে মানুষ সংগ্রাম করছে, গনতন্ত্র ফেরাতে আন্দোলনে ঝড়েছে তাজা প্রাণ, গুম হয়েছেন এম.ইলিয়াস আলীর মত অনেক ত্যাগী নেতা। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্যেই রয়েছে প্রকৃত জনকল্যাণ। গণতান্ত্রিক শাসনব্যবস্থাতেই রয়েছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের সরাসরি সুযোগ এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহির বাধ্যবাধকতা। আওয়ামী লীগ সরকার গনতন্ত্রকে একনায়কতন্ত্রে রূপান্তিরিত করেছিল। যার ফলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে যান দল প্রধান শেখ হাসিনা। স্বৈরাচার সরকার যেভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে, আমরা বাংলাদেশে আর এই পরিবেশ দেখতে চাই না। বিএনপির চেয়ারপর্সন খালেদা জিয়া দেশপ্রেম-গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপস করেননি। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আপস করবেন না। তারেক রহমানের হাত ধরেই উন্নয়ণ হবে বাংলাদেশের।
বক্তারা নবগটিত ১০১ জনের কমিটিতে ভিবিন্ন পদে ওসমানীনগরের ১৬ জন পদায়িত হওয়ায় যুক্তরাজ্য যুবদলের প্রতি কৃতজ্ঞতা জানান,সভায় বক্তারা যুক্তরাজ্যে অবস্থানরত ওসমানীনগরের জাতীয়তাবাদী যুবসমাজ বিশেষ করে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের যারা ইতোমধ্যে যুক্তরাজ্যে এসেছেন তাদের সবাইকে নিয়ে আগামীতে একটি প্লাটফর্ম গটন করা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে সিলেট ২ বিশ্বনাথ – ওসমানীনগরের কান্ডারি তাহসিনা রুশদির লুনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ওসমানীনগরের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে একমত পোষণ করেন ।