ওসমানীনগরে বিএনপি নেতা শেলু মিয়ার মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন উমরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জাহেদুর রহমান শেলু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
অপর এক শোক বার্তায় গভীরভাবে শোকাহত ও পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
ওসমানীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু সাক্ষরিত পৃথক বার্তায় এ শোক জানানো হয়।