ওসমানীনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, পুলিশ সদস্য আহত
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে কুরুয়া বাজারে আল খালেক ফটিক(৬০) নামের এক ব্যক্তি অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। রোববার কুরুয়া বাজার জামে মসজিদে ফজরের নামাজ শেষে ভোরে বাড়িতে যাওয়া পথে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।
এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ইলাশপুর জামে মসজিদ সংলগ্ন মহাসড়কে একটি পিকাপ ভ্যান(ঢাকা মেট্টো-ন ১২-০০৫৪)
উল্টে গেলে থানা পুলিশের টহল দল পৌছে গাড়ি চাপায় থাকা চালক ও মালামাল উদ্ধারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা তায়েফ পরিবহন নামের (ঢাকা মেট্টো-ব-১৫-৮৯৯৫) বাস দূর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল ফারুক আহমদ আহত হন।
এঘটনায় থানা-পুলিশ বাসটিকে আটক করে এবং আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কুরুয়া বাজারের দূর্ঘটনায় মামলার দায়ের হবে।