সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের গোয়াইনঘাটে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।
এরআগে শনিবার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
পরিদর্শন শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারি লিজ দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
আর জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এগুলো না সরালে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও বিজিবির সহায়তায় নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন দুই উপদেষ্টা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন যুবদল নেতা জাহিদ খান।