ওসমানীনগরে হাইওয়ে পুলিশের অভিযানে ২৪ মামলা, ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। শনিবার (১৪জুন) সকাল ১১ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশের গোয়ালাবাজারে এ অভিযান চালায় সিলেট হাইওয়ে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সাথে ছিলেন শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের দুটি টিম।
অভিযানে টমটম, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ইন্স্যুরেন্স ও গাড়ির বৈধতা যাচাই-বাচাই করা হয়। এসময় ফিটনেস সনদ না থাকায় ১২টি সিএনজি, মহাসড়কে অবৈধ টমটম চালানোর দায়ে ৭টি টমটম, ২ টি প্রাইভেটকার, রং পার্কিংয়ের জন্য ২ টি পিকআপ ও ১ টি মাইক্রোবাসসহ ২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, অবৈধ ত্রিহুইলার, গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কে অবৈধ ত্রিহুইলার চলাচল একেবারে নিষেধ তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।