ওসমানীনগরে বিএনপির বহিষ্কৃতদের পাশে শীর্ষ নেতারা, এলাকায় তোলপাড়!
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
ওসমানীনগরে বিএনপির বহিষ্কৃতদের পাশে শীর্ষ নেতারা, এলাকায় তোলপাড়!
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে বিএনপির বহিষ্কৃত নেতাদের সাথে নিয়ে বিএনপির শীর্ষ নেতারা শোডাউন সভা-সমাবেশ করছেন। এ নিয়ে এলাকায় দেশে-বিদেশে দলটির অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিলেট আসলে তাকে স্বাগত জানাতে ও ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের অধিকাংশই বিএনপি থেকে বহিষ্কৃত। সেখানে যায়নি ওসমানীনগর উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীরা। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা -সমালোচনা।
গত ৪ জুন লন্ডন থেকে দেশে ফিরেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। ৭ জুন বিকেলে গ্রামের বাড়ি ওসমানীনগরে উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার পূর্বে দয়ামীর আসলে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় নিজ বাড়ি উমরপুরে নিয়ে যান উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকর্মীরা। পরে সেখানে সবার সাথে তিনি ঈদের কুশল বিনিময় ও ঈদপূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া, বহিষ্কৃত বিএনপি নেতা সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা মো. ইয়াওর আলী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সজ্জাদসহ আরো অনেকেই।
ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান,তারেক রহমানের নির্দেশনা অমান্য করে দলের দুঃসময়ে যে সকল নেতা-কর্মীরা দলের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগের সাথে আতাত করে বিগত দিনে নির্বাচন করেছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তারেক রহমানের নির্দেশে সে সকল নেতাদের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কৃত নেতাদের সাথে নিয়ে ঈদ উদযাপন করায় ওসমানীনগর উপজেলা বিএনপি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে যায়নি।
এদিকে, ভিতরে ভিতরে ক্ষোভে ফাটছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ৯ জুন রাতে ক্ষোভ প্রকাশ করে উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোষ্ট করেন। তিনি পোষ্টে লিখেন, হুমায়ুন কবির সাহেব আপনি সকল বহিষ্কৃত নেতাদের সাথে নিয়ে ঈদ উদযাপন করছেন। আপনার আশেপাশে সকল বহিষ্কৃত নেতারা তাহলে আপনি নিজেই তো তারেক রহমানের নির্দেশনা অমান্য করছেন। আপনি কি উপদেশ দিবেন আর দলের জন্য কি ভালো কাজ করবেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। যদি আপনি রাজনীতিবিদ হতেন তাহলে অবশ্যই উপজেলা বিএনপি নেতা কর্মীর সাথে যোগাযোগ করে ঈদ উদযাপন অনুষ্ঠান করতেন। আপনি তারেক রহমান সাহেবের নির্দেশনা পালন করতে এসেছেন বলে দলের নেতা কর্মীদের ধোকা দিবেন, দলের নেতা কর্মী এতটা বোকা না। তবে,পোষ্ট করার ১০ মিনিট পর কিন্তু তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ বলেন, দলের বহিষ্কৃতদের সাথে নিয়ে কোন আয়োজনে আমাদের থাকার কথা নয়। আমাদের শীর্ষ নেতারা সেখানে ছিলেন আমরা দেখেছি সেটার উত্তর তারাই দিতে পারবেন। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলের প্রতি আনুগত্য রয়েছে যাদের তাদের নিয়েই ভালো আছি।
বহিষ্কৃত নেতাদের নিয়ে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানের ব্যাপারে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানের দাওয়াত আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু নানা কারণে সেখানে যাওয়া হয়নি। পরবর্তীতে ফেসবুক লাইভে দেখেছি এখানে কারা উপস্থিত ছিলেন। এলাকার মানুষ হিসেবে জনাব হুমায়ুন কবিরের সাথে অনেকেই দেখা করতে হয়তো গিয়েছিলেন। এখানে আমাদের দলীয় কোন প্রোগ্রাম ছিলোনা।