সুরমায় সিসিকের আবর্জনা, চাকরি গেল তিন কর্মচারীর
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা সুরমা নদীতে ফেলার অভিযোগে তিন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এর আগে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় সুরমা নদীতে ময়লা ফেলার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পোস্টটি করেন পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা। ভিডিওটি সিসিকের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হলে রোববার তিন পরিচ্ছন্নতাকর্মীকে বরখাস্ত করা হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সুরমা নদী দূষণ ও এতে ময়লা ফেলতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বরাবরই জনসাধারণকে নিরুৎসাহিত করে আসছে। এর মধ্যে সিটি করপোরেশনের কোনো কর্মী এতে জড়িত থাকার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এজন্য তাৎক্ষণিকভাবে তিনজনকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।