প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম আর নেই, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (০২ জুন) সকালে সিলেট শহর থেকে নিজ কর্মস্থল ওসমানীনগরে আসার পথে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। মরহুমের প্রথম জানাযা বিকেল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী জানাযা মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
এদিকে হাদিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোক বার্তায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।