ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টারের ৮ম বর্ষ পদার্পন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ মে) কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমেদ নাজুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে উক্ত কোচিং সেন্টারের মেধাবী শিক্ষার্থী ওলিউর রহমান ফাহিম।
‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার’ এই শ্লোগানকে সামনে রেখে কনফিডেন্স কোচিং সেন্টার ১ জানুয়ারি ২০১৮ সালে তার যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা পা করে আজ ২০২৫ সালে কনফিডেন্স কোচিং সেন্টার ৮ম বর্ষে পদার্পণ করছে। এরই ধারাবাহিকতায় কনফিডেন্স কোচিং সেন্টার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন শেষে আজ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ট্রাষ্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি ও সভাপতি খালেদ আহমেদ শিশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধার বিকাশ ঘটাতে হলে নিজ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যারা কঠোর পরিশ্রম করে জ্ঞান চর্চা করে তারা কখনো ব্যর্থ হয়না। তাই নিজ জীবনে সফলতা অর্জনের এক মাত্র উত্তম পথ হলো জ্ঞান অন্বেষণ করা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা অন্না রুহি দাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী ওবায়দুর রহমান ফারহান, সাবেক শিক্ষক রাকিব আহমেদ।
অতঃপর কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অধিকারী পাপ্পু দাস, ২য় স্থান অধিকারী আমিম আহমেদ, ৩য় স্থান অধিকারী তৈয়্যিবা আক্তার জুঁই সহ আরে ১১ জন প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সকল পুরষ্কার স্পন্সর করেন ইউনাইটেড ট্রাষ্ট ইউকের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমেদ মধু।
কুইজের পুরস্কার দাতা ইউনাইটেড ট্রাষ্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমেদ মধুকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউনাইটেড ট্রাষ্টের সভাপতি খালেদ আহমেদ শিশ। এরপর প্রধান অতিথি ও কোচিং সেন্টারের শিক্ষকের ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।