পোনানিধন নিয়ে সুরমা নিউজে সংবাদ প্রকাশ, বিভিন্ন বাজারে অভিযানে প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পোনা মাছ নিধন নিয়ে গত ১৪ মে “ওসমানীনগরে অবাধে পোনামাছ নিধন, দেশীয় প্রজাতি মাছ বিলুপ্তির আশঙ্কা” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার ও তাজপুর বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম থানা পুলিশের এক টিম পুলিশ সদস্য সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এসময় এক মৎস্য ব্যবসায়ীর কাছে টাকি মাছের পোনা পাওয়া যায়। সাথে সাথেই নিকটস্থ খালে এসব পোনা অবমুক্ত করা হয়। তবে জরিমানা করার মতো কাউকে পাওয়া যায়নি এবং করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম।
তিনি বলেন, পোনা মাছ রক্ষায় আমরা স্থানীয় বাজারগুলোতে অভিযান পরিচালনা করেছি। এক মাছ ব্যাবসায়ীর কাছে টাকি মাছের পোনা ছিল। আমরা আসার খবর শুনে সে পালিয়েছে। পরে নিকটস্থ খালে এসব পোনা অবমুক্ত করি। পোনামাছ ধরা ও বিক্রি না করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।