জগন্নাথপুরে যুবককে গলা কে টে হ ত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সৈয়দুল ওই ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দুল ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রৌয়াইল গ্রামের ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মৃতের ভাই মো. সোহেল মিয়া বলেন, ‘ভাত খেয়ে বাড়ি থেকে বস্তা ও কাস্তে হাতে নিয়ে ঘাস কাটতে বের হয় সৈয়দুল। এরপর থেকে তার হদিস মিলছিল না। আমরা খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রৌয়াইল গ্রামের একটি জমিতে ভাইয়ের লাশ পাওয়া যায়। আমার ভাইকে নৃশংসভাবে খুন করা হয়েছে।’
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’