নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে আরিফের আবেগপূর্ণ স্ট্যাটাস
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
সিলেটের ফটোসাংবাদিক এ এইচ আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ ইলিয়াস আলীর কথা স্মরণ করে এক আবেগগণ স্ট্যাটাস দেন। তিনি বলেন সিলেটের কোর্ট পয়েন্টে কোন সমাবেশ হলে তাকে কোন সাইট থেকে ফটো নিতে হবে তার জন্য নির্দেশনা দিতেন। স্নেহ করতেন এই ফটো সাংবাদিককে। নীচে তার স্ট্যাটাস হুবহু দেওয়া হলো।
কোর্টপয়েন্টের যে কোন প্রোগ্রামের আগের রাতে আমাকে নির্দেশনা দিতেন এভাবে , এই এঙ্গেলে ছবি তুলবে l স্নেহ শাসন সব পেয়েছি l মহান আল্লাহর কাছে সিলেট বিভাগের আলোকিত সন্তান জাতীয় নেতা এম ইলিয়াস আলীর দীর্ঘ হায়াৎ ও সুস্থ্যতা কামনা করি l এবং উনার জীবনে বর্বর গুম নামক ক্ষত সৃষ্টি করার জন্য-দায়ী সব কু*লাঙ্গারদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।