ওসমানীনগরে পুলিশের হেফাজত হতে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি আকছার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের হেফাজত হতে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি আকছার মিয়া কে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) রাত দেড়টায় ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশের উপর অতর্কিত হামলা করে হাতকড়া পড়া অবস্থায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ছিনিয়ে নেওয়া আসমি আকছার মিয়াকে গ্রেফতার করে ।
উল্লেখ্য, গত ০১ এপ্রিল বিকেলে ওসমানীনগর থানা পুলিশ পরোয়ানা ভুক্ত আসামি আকছার মিয়াকে গ্রেফতার করে সরকারি গাড়িতে করে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর (রামকৃষ্ণপুর) সাকিনস্থ ফয়সল মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর পৌছামাত্র একই এলাকার আজিম এবং আজিমের ভাই হাসান ফেসবুকে লাইভ করে। ফেসবুক লাইভ দেখে আসামি আকছারের পরিবারের সদস্যগণ ও গ্রামের লোকজন উত্তেজিত হয়ে আজিম গংদের সাথে মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে
হাতকড়া পড়া আসামি আকছার মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একাধিক টিম এই এলাকায় উপস্থিত হয়ে আসামি গ্রেফতারে পরদিন ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক দেড়টায় মুক্তারপুর হাওর এলাকা থেকে পরিত্যক্ত কাটা অবস্থায় হাতকড়াটি পেয়ে জব্দ করা হয়। কিন্তু দুর্গম হাওর এলাকা হওয়ায় পলাতক আসামী ও ঘটনার সাথে জড়িত অন্যান্যরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ওসমানীনগর থানার মামলা নং-০১, তারিখ-০২ এপ্রিল, ২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩৩২/২২৪/২২৫/১৮৬/৩৫৩ পেনাল কোড রুজু হয়। ঘটনার ভিডিও চিত্র দেখে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান করে ০২ জন আসামিকে গ্রেপ্তার করে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।