মিশিগানে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’ , চলবে টানা তিনদিন
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশের দর্শকের মন জয় করা সিনেমা বরবাদ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের প্রেক্ষাগৃহে।
আগামী ১৮ এপ্রিল শুক্রবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত মিশিগানের ওয়ারেন সিটির ডিকুইন্ডার রোডের এমজেআর ইউনিভার্সেল গ্র্যান্ড সিনেমা হলে মুক্তি পাবে দেশে আলোড়ন তৈরি করা সিনেমা ‘বরবাদ’।
গত শনিবার সন্ধ্যায় ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আগামী ১৮ এপ্রিল মিশিগানে ‘বরবাদ’ মুক্তির ঘোষণা দেন এস কে ফিল্মসের সিও নিউইর্য়কের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুজ্জামান সাগর। মিশিগানের স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টানা তিনদিন সিনেমাটি প্রদর্শনীর আদ্যোপান্ত তুলে ধরেন বিশিষ্ট কবি ও সংগঠক ইশতিয়াক রুপু।
এস কে ফিল্মস আয়োজিত সংবাদ সম্মেলনে বদরুজ্জামান সাগর জানান, আগামী ১৮,১৯ ও ২০ এপ্রিল এমজেআর প্রেক্ষাগৃহে বিকেল ৬টায় সিনেমাটি প্রদর্শিত হবে। এতে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ডলার। ইতিমধ্যে সিনেমাটি ঘিরে প্রবাসী বাঙালীদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে মিশিগানের সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।