ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতাকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য ও যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ কাদরুল আলম এর পূনরায় প্রবাস গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে তার কিয়ামপুরস্থ বাড়ীতে ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সুবের আহমেদের যৌথ সঞ্চালনায় বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব্বির আহমদ অদুদ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলু মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম মুজিব, উপজেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খালেদ আহমদ শীশ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফছর আহমদ।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা তখলিছ মিয়া, দুদু মিয়া, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস, আব্দুস সহিদ, বিএনপি নেতা রেজন মিয়া, আব্দুল কালাম, শহীদ মিয়া, সুন্দর আলী, রজাক মিয়া, লিয়াকত মিয়া, রুহুল আলম, আব্দুল বাসিত, ওসমানীনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক শাহিন আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান খোরশেদ, সহসাধারণ সম্পাদক আব্দুল হামিদ সুমন, মোহাম্মদ আলী রায়হান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসিম মিয়া, যুবদল নেতা মুহিবুর রহমান, ফরিদ মিয়া, সেবুল আহমদ, দুলাল আহমদ, নাঈম আহমদ, ফখরুল ইসলাম, ফরিদ আহমদ, মাহমদ মিয়া, রেনু মিয়া, সুহেল মিয়া, লিটন মিয়া, রুবেল আহমদ, হেলাল মিয়া, জুবায়ের আহমদ, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমদ, ছাত্রদল নেতা এবাদুর রহমান প্রমূখ।