সম্পত্তি লিখে না দেয়ায় পিতাকে গরম পানি ঢেলে নির্যাতন!
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
‘ও আল্লারে ও মাগো মা। ভাইরে ভাই ও মর্জিনার মা, কে কোথায় আছো আমাকে বাঁচাও। আমাকে মাইরা ফেলিতেছে’। কথাগুলো বলতে থাকে বৃদ্ধ আবদুল জলিল। লাকসাম পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত ওয়ালী উল্লাহর ছেলে আবদুল জলিল (৭০)। দীর্ঘদিন থেকে তার স্ত্রী ও সন্তানরা সম্পত্তি লিখে না দেয়ার কারণে তার বাবাকে হাত-পা বেঁধে, টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে যায়। এ সময় তার নাকে-মুখে গরম পানি ঢালতে থাকে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এরপর থেকে বাড়িঘরে আর যেতে পারছে না তিনি। এ ঘটনা কেউ একজন ভিডিও করে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। ‘১ মিনিট ৪৫ সেকেন্ড’-এর ভিডিওটি মূহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যায়, তার এক ছেলে রশি নিয়ে হাত বাঁধছে, অপর ছেলে গামছা দিয়ে চোখ ও পা বাঁধে। তার স্ত্রী ও সন্তানরা তার নাকে মুখে গরম পানি ঢালছে এবং মারধর করতে থাকে। আবদুল জলিলের ৩ ছেলে ও এক মেয়ে। বড় ছেলে বিদেশে। অপর ২ ছেলে ও ১ মেয়ে। দীর্ঘদিন থেকে তার স্ত্রী রীনা আক্তার বড় ছেলেকে বাদ দিয়ে অপর ২ সন্তান ও ১ মেয়ের নামে বাড়ি এবং মাঠে ১২০ শতাংশ সম্পত্তি দলিল করে দেয়ার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ হয়। কিন্তু জলিল জীবিত অবস্থায় সম্পত্তি লিখে না দেয়ার অনড় থাকে। এ নিয়ে গত বৃহস্পতিবার তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে জলিল উত্তেজিত হয়ে ঘরের দরজা, জানালা ভাঙার চেষ্টা করে। এ ঘটনার পর তার ছেলে নোমান (২০), রকি (১৬) মেয়ে নুপুর (১০) তাকে টেনে-হিঁচড়ে বড়ির উঠানে নিয়ে যায়। পরে তাকে গামছা দিয়ে চোখ বেঁধে ও রশি দিয়ে হাত-পা বেঁধে গরম পানি নাকে, মুখে ঢালতে থাকে। এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা বলেন, নির্যাতনের ভিডিও আমাদের নজরে এসেছে। তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।