ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে উপজেলা বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
নব গঠিত ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক মোঃ কবির আহমদসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (১২ এপ্রিল ) বিকালে ওসমানীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দীন লিলু সাক্ষরিত এক অভিনন্দন বার্তায় ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ নব গঠিত ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভ কামনা জানান।
প্রসঙ্গত: গত শুক্রবার দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীনকে সভাপতি ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রতিনিধি কবির আহমদকে সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এমদাদুর রহমান খানঁকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোনিত হয়েছেন মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, আবুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।