মিশিগানে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, আয়োজকদের সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধি :
মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য মিশিগানে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। মিশিগানে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশিদের জন্য আগামী ১২ ও ১৩ এপ্রিল ওয়ারেন সিটির টেন মাইলের আল ইহসান ইসলামিক সেন্টারে এ সেবা প্রদান করা হবে। শনি ও রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেয়া হবে বলে জানা গেছে। গতকাল রবিবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য দেন আয়োজকেরা। বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউ.এস.এর আয়োজনে সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আদ্যোপান্ত তুলে ধরেন দেওয়ান আকমল চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ ইকবাল হোসেন বকুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউসুফ কামাল, সমজিদ আলম, নুরুল হক, সেলিম আহমেদ, শাহাদত হোসেন মিন্টুসহ আয়োজক কমিটির অনেকেই।
এদিকে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিল্টনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় থাকছে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), ই পাসপোর্ট এপ্লিকেশন ও পাওয়ার অব এটর্নি/এটেস্টেশন। এই তিনটি সেবা আল ইহসান ইসলামিক সেন্টার -ফোর থ্রি ফোর ফাইভ, ইস্ট টেন মাইল রোড, ওয়ারেন মিশিগান এই ঠিকানায় প্রদান করা হবে।
প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা গ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, প্রবাসীদের যাতে কোনো ধরণের বিড়ম্বনায় পড়তে না হয় এইদিকে সবার খেয়াল থাকবে। এ সময় তাঁরা মিশিগানে বসবাসরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।