বিএনপির মালেকের বাসায় হা ম লা র কথা জানেন না আনোয়ারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সিলেটে তার বাসভবনে হামলার ঘটনা সাংবাদিকদের বলেন। এসময় তাকে প্রশ্ন করা হয় আপনার সরকার ক্ষমতায় থাকাকালীন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের গ্রামের বাড়ীতে ছাত্রলীগ ব্যাপক ভাংচুর করে। এরপর সিলেটের জামায়াত নেতাদের বাসাবাড়ীতে ও ভাংচুর করা হয় এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে আনোয়ারুজ্জামান এসব ঘটনা কবে ঘটেছে তিনি এসব জানেননা বলে জানান। তিনি সাংবাদিকদের পালটা প্রশ্ন করে বলেন এখন এসব কেন জিজ্ঞেস করা হচ্ছে?
যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমার গ্রামের বাড়ী এই মেয়র আনোয়ার ও স্থানীয় এমপি হাবিবের নির্দেশে ভাংচুর করা হয়। তখন আওয়ামী লীগ বা তাদের দোসররা বিন্দুমাত্র সহমর্মীতা দেখায়নি। তাদের নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য নেতাকর্মীসহ সাধারন মানুষ। আমার বাড়ী ভাংচুরের ঘটনার মামলার আসামী এই বিনা ভোটের মেয়র ও এমপি হাবিব।
জানা যায়, গত ২ এপ্রিল বুধবার সিলেটে প্রথমেই ভাঙচুর করা হয় সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানটুলাস্থ বাসা। এরপর একেক করে সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হাউজিং এস্টেটস্থ, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী টিলাগড়ের, সাবেক এমপি এডভোকেট রঞ্জিত সরকারের গোপালটিলার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের দর্শন দেউরী, সাবেক কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপ্তাব হোসেন খানের পীর মহল্লার, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের মেজরটিলার নুরপুরস্থ বাসায় ভাঙচুর করা হয়। এ ভাঙচুরের ঘটনায় গোটা নগরেই উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে।