ঈদের শুভেচ্ছা বিনিময়ে ইলিয়াস আলীর বাড়ীতে নেতাকর্মীদের ঢল
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা। এসময় সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর বিশ্বনাথের গ্রামের বাড়ীতে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। সোমবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত তার বাড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, বিগত ১৫ বছর আমরা আনন্দে ঈদ উদযাপন করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের আনন্দ উপভোগ করতে বাধা দিয়েছে। আজকে এ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করছি। আমাদের প্রিয় নেত্রী সিলেট-২ আসনের কান্ডারী তাহসিনা রুশদির লুনা ম্যাডামের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়ীতে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই হাজারো নেতাকর্মির ঢল নেমেছিল। ম্যাডামের আন্তরিকতায় নেতাকর্মীরা উৎফুল্ল ছিল। আমাদের আনন্দ দ্বিগুন হতো যদি জননেতা ইলিয়াস আলী আজ আমাদের পাশে থাকতেন। উনাকে ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রিয় নেত্রীর সাথে কুশল বিনিময়ে গিয়েছিলাম। হাজার হাজার নেতাকর্মী ঈদের জামাতের পরেই বিশ্বনাথের তাদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন নেত্রীর সাথে দেখা করতে যা বিগত দিনগুলোতে করা যায়নি নানা প্রতিকুলতার কারণে।
ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাহেদ আহমেদ বলেন, ১৫ বছরে প্রায় ৩০টি ঈদ আমাদের কেটেছে নিরানন্দে। নেতাকর্মীদের সাথে দেখা করার সুযোগ ছিলোনা তেমন। আজ মুক্ত পরিবেশে ঈদ উদয়াপন করতে পেরে ভালোই লাগছে। প্রিয় নেত্রীর সাথে ঈদের কুশল বিনিময়ে গিয়েছিলাম হাজারো নেতাকর্মীর সাথে। এটা ছিল এক আনন্দঘন পরিবেশ। তবুও একটা শূন্যতা অনুভব করেছি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর জন্য।
ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা মামলা, হামলার ভয়ে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পা্রিনি। এবারই মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করেছি। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করাটা স্বাভাবিক। আমরা আমাদের প্রিয় নেতা নিখোঁজ ইলিয়াস আলীর বাড়ীতে গিয়েছিলাম তার সহধর্মীনি আমাদের প্রানপ্রিয় নেত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে। হাজারো নেতাকর্মীর ঢল নেমেছিল কিন্তু আমাদের ভেতরটা হাহাকার করছিল প্রিয় নেতার জন্য। নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় উৎসবের মধ্য একটা শূন্যতা ছিল প্রিয় নেতা ইলিয়াস আলীর জন্য।