সিলেটে ঈদের দিন বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
ঈদের দিন বেড়াতে এসে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। সে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে নামলে সাঁতার না জানায় একপর্যায়ে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন বিকেলে কয়েকজন বন্ধু মিলে জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়েছিল নয়ন মিয়া। জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন নদীর স্বচ্ছ জলে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।