সিলেটের সর্বস্থরের মানুষকে ইলিয়াস পত্নী লুনার ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথসহ সিলেটের সর্বস্থরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা।
শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস হিসেবে রমজান আমাদের মাঝে এসে হাজির হয়। ঈদ মানেই শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা-বিদ্বেষ ভুলে, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা। তিনি সকলের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার অনুরোধ জানান।