ওসমানীনগরে ইলিয়াস পত্নীর গাড়ীতে হা মলা, ২৪ ঘন্টায় গ্রে প্তার দুই
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম.ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার গাড়ি ভাংচুর মামলায় ২৪ ঘন্টার মধ্য দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল সোমবার সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র কওছর মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডী রোড সংলগ্ন এলাকা থেকে যুবলীগ নেতা ফরুক (৩৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরুক তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত ফুরুক দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।