সিলেটে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে মোটরসাইকেল ছিনিয়ে নিতে শাহরিয়ার হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজার সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তার দেওয়া তথ্যমতে, ভোরে রাধানগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে মাথায় আঘাত করে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে যায়। ঘটনাস্থল পড়ে থাকাবস্থায় লোকজন তাকে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে, নাকি পূর্ব-শত্রুতার জেরে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে নিহতের পরিবারও এখনো মামলা দায়ের করেনি।