সিলেটে যাত্রীবেশী ২ ছিনতাইকারীকে গণপিটুনি
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
সিলেট নগরের আম্বরখানায় রুহেল আহমেদ ও আব্দর রহিম নামে যাত্রীবেশী দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের সহযোগী আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নগরের আখালিয়া থেকে সিএনজি অটোরিকশায় আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। আগে থেকে অটোরিকশায় ওত পেতে থাকা ছিনতাইকারীরা ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করে। তাৎক্ষণিক তিনি চিৎকার শুরু করলে পথচারীরা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন এবং অপর দু’জন পালিয়ে যায়। এ সময় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানবলেন, দুই ছিনতাইকারীকে ধরে জনতা সোপর্দ করেছে। পরে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।