সহকারি শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি( রেজি: ১২০৬৮) ওসমানীনগর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্টিতব্য এ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মালেক উদ্দিনকে সভাপতি, লামাতাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক ও মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ধন মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: জুনেদ আহমদের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেস দত্ত। বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্টাকালিন সভাপতি ও প্রধান শিক্ষক মো: ফুল মিয়া, সাবেক সেক্রেটারি মো: আতিকুর রহমান, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক অজয় কুমার দে, প্রধান শিক্ষক শিহাব আহমদ ও প্রধান শিক্ষক আলতাব আলী। উপস্থিত ছিলেন সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোজ কান্তি দাশ পুরকায়স্থ, সাবেক সহ-সভাপতি মো: চান মিয়া, সাবেক সহ-সভাপতি মো: মাসুদ আহমদ, বালাগঞ্জ উপজেলার সহকারি শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সহ-সভাপতি ও সাদিপুর ইউপি শাখার সভাপতি আব্দুল্লাহ আল মোবারক, জেলা কমটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ শহিদুর রহমান রাজু, উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব আহমদ চৌধুরী, দয়ামীর ইউপির সভাপতি মো: কামাল হোসাইন গোয়ালাবাজার ইউপির সাধারন সম্পাদক সামসুল ইসলাম রাজন, বুরুঙ্গা ইউপির সেক্রেটারি মো: সাজু মিয়া, পশ্চিম পৈলনপুর ইউপির সভাপতি কানন রঞ্জন দেব, সেক্রেটারি মো: আব্দুর রহিম ও পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমরান হোসেন।