বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারন সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আহমদ আল জাকি’র সভাপতিত্বে ও অর্গানাইজিং সেক্রেটারী আফসার আলী’র পরিচালনায় অনুষ্টিত সভায় মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সাধারন সম্পাদক মঈনূল ইসলাম ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার আব্দুল ক্বাইয়ূম।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি খালিকুর রহমান, সহ সাধারন সম্পাদক ময়নূল ইসলাম, ট্রেজারার শাহ মুবিন আহমদ, এসিসট্যান্ট ট্রেজারার মনিরুজ্জামান জুনেদ, এসিসট্যান্ট ট্রেজারার তারেক আহমদ, এসিসট্যান্ট ট্রেজারার সুমন আফসার, এসিসট্যান্ট অর্গানাজিং সেক্রেটারী মির্জা ফাহিম বেগ, এসিসট্যান্ট প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী মকবুল হুসেন, এসিসট্যান্ট ইন্টান্যাশনাল রিলেশন সেক্রেটারী এমদাদ হসেন। উপস্থিত ছিলেন ইসি মেম্বার আব্দুল ক্বাইয়ূম, ইসি মেম্বার আরিফুল ইসলাম, ইসি মেম্বার এহসান আহমেদ, শাহ নায়িব রহমান ও মাসুম প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদককে পুনঃনির্বাচিত করা হয়েছে ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বিডিএ ইউকে’র পাঁচ (৫) জন সদস্যকে বিশেষভাবে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। সভায় বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে উল্লেখ্য বিডিএ ইউকে’র সদস্যদের বার্ষিক চাঁদা নির্ধারন করা হয়েছে। নতুন পূর্ণাঙ্গ কমিটি আসার পর বিডিএ ইউকে নতুন সদস্য গ্রহন কার্যক্রম শুরু করবে। বিশেষ করে বিডিএ ইউকে’র লগো ব্যবহার করে বাংলাদেশে কেউ কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নতুন সংবিধান প্রনয়ন ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহন করা হয়েছে।