বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন-ইউকে’র বার্ষিক সাধারন সভা আগামী সোমবার
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন-ইউকে’র সকল সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, সংগঠনের বার্ষিক সাধারন সভা আগামী ১৪ই অক্টোবর সোমবার ২০২৪ ইং তারিখে বেলা ১৪.৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
স্থানঃ- Madina Grill, 135 Cannon Street London E1 2LX.
সংগঠনের সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিডিএ ইউকে’র সভাপতি আহমদ আল জাকি ও সাধারন সম্পাদক মোঃ আল আমিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সংগঠনের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রটোরী আক্তার হুসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এত তথ্য জানানো হয়েছে।