গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে শোভাযাত্রা করার চেষ্টা
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের একটি অংশের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করে ছাত্র লীগের নেতাকর্মীরা। এরপর ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে ছাত্র লীগের ছোট একটি অংশ। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শোভাযাত্রায় অংশ নেয়া অনেকেই দৌড়ে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কায় রাস্তার শোভাযাত্রায় বাধা দেয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকার দুটি উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ জেলার আর কোথাও জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি।
সম্প্রতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনা এবং সেনাবাহিনীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের ঘটনায় অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছে।