আর্জেন্টিনাকে হারালেন ৮২ বছর বয়সী সিলেটের রানী হামিদ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে জয় পেয়েছেন ৮২ বছর বয়সী দাবারু সিলেটের রানী হামিদ। তবে মহিলা বিভাগে বাকিদের পরাজয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনার কাছে ৩-১ গেম পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ।
বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদই জিতেছেন। ৯ গেম থেকে বাংলাদেশ মহিলা দলের অর্জন ১১ পয়েন্ট। ৮২ বছর বয়সে তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ড খেলেছেন তিনি। যার মধ্যে জিতেছেন সবগুলো গেমেই।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নবম রাউন্ডের গেমে চতুর্থ বোর্ডে খেলেছেন বাংলাদেশের এই আন্তর্জাতিক মহিলা মাস্টার। তার আর্জেন্টাইন প্রতিপক্ষ ছিলো মারিয়া বেলেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রাণী হামিদ।
১৯৪৪ সালের ২৩ ফেব্রুয়ারিতে সিলেটের জালালপুরে জন্মগ্রহণ করেন রানী হামিদ। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা ছয় বছর বাংলাদেশে জাতীয় শিরোপা জিতেছিলেন তিনি। বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও নির্বাচিত হয়েছেন রানী হামিদ। ১৯৮৩ সালে যখন তিনি ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন, তখন তিনি হেলেন মিলিগানের সাথে যুগ্ম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করেন।
১৯৮৪ সাল থেকে শুরু করে তিনি সমস্ত বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলেছেন।১৯৮৫ সালে ফিদে নারী আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) উপাধিতে ভূষিত হন। ২০১৭ সালে তিনি দিল্লিতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। পরের বছর রাশিয়ায় অনুষ্ঠিত দাবা বিশ্বকাপ ২০১৮-তে ‘সাংবাদিক চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিলেন।