ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে তালামীযের বর্ণাঢ্য মোবারক র্যালি
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
হাজার হাজার মানুষের স্বতঃফুর্ত অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পুণ্যভূমি সিলেট নগরীতে অনুষ্ঠিত হলো বিশাল ও বর্ণাঢ্য ‘মুবারক র্যালি’।
পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে সুন্নীয়তের অতন্দ্র প্রহরী কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল হতেই সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ময়দানে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হতে শুরু করেন। ধীরে ধীরে ছাত্র-শিক্ষক, কিশোর-যুবক-বৃদ্ধসহ নানা পেশার নানা বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে মাদরাসা ময়দান। সময়ের সাথে সাথে বাড়তে থাকে জনস্রোত।
নগরীর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় সালাত-সালাত ও নাতে রাসূল পরিবেশনার সুমধুর সুর লহরি। নবী করীম (সা.) এর শানে আশেকে রাসূলদের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হয়-সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, আস সালাতু আলান নাবী….. এ রকম অগণিত নাত। এতে সৃষ্টি হয় অন্য রকম আমেজ। কালেমা খচিত ও রাসূল (সা.) আর শানে রচিত নানা কালজয়ী নানা কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন ফেস্টুন ও সুদৃশ্য প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য মুবারক র্যালিটি সুশৃঙ্খলভাবে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিপূর্ব র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, আল-ইসলাহ সাংঠনিক সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী, ড. মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আল-ইসলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মুফতী বেলাল আহমদ, মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম, মনজুরুল করিম মহসিন, মুহাম্মদ উসমান গণি, সোলায়ান আহমদ চৌধুরী, জাহেদুর রহমান, আতিকুর রহমান সাকের প্রমুখ।