সিলেটে ৩০ হাজার মানুষের সমাগম ঘটিয়ে কাল শোভাযাত্রা করবে বিএনপি
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ণ
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট নগরে অন্তত ৩০ হাজার মানুষের সমাগমে শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। সেই সঙ্গে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে একটি বিভাগীয় সমাবেশ করবে দলটি। আগামীকাল রোববার এই কর্মসূচিতে সিলেট বিভাগের চার জেলার নেতা-কর্মী-সমর্থকেরা উপস্থিত থাকবেন বলে স্থানীয় বিএনপির নীতিনির্ধারণী একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাঁরা বলছেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে আগামীকাল বেলা ২টায় সমাবেশ এবং পরে বেলা ৩টার দিকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে।
সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। এদিকে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা ও মহানগর বিএনপির নেতারা আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকেল ৫টায় নগরের দরগা গেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁ মিলনায়তনে সমাবেশ ও শোভাযাত্রার সর্বশেষ প্রস্তুতির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বৈঠক করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, কর্মসূচিতে ৩০ হাজার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন এবং আগের গণতান্ত্রিক আন্দোলনের শহীদের প্রতিকৃতি-ফেস্টুন এবং বিএনপির গুম হওয়া নেতা-কর্মীদের ছবি-সংবলিত ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা থাকবে।