ভারতে পালানোর সময় আ’লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।
চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজলে করিম চৌধুরী।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।