গোয়ালাবাজারে ইলিয়াসপত্নী লুনার গাড়িতে হামলার ঘটনায় মামলা, ওসিসহ আসামি যারা…
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেলে প্রচারপত্র বিলিকালে হামলার শিকার হন বিএনপির গুম হওয়া কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। তখন তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার দীর্ঘ দেড় বছর পর আদালতে ওসমানীনগর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিনসহ ৫৩ জনের বিরুদ্ধে দরখাস্ত মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার সময় বিএনপিনেত্রী লুনাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসি পশ্চিমপাড়ার মৃত মুজেফর বক্স এর ছেলে মো. মন্নান বক্স বাদি হয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে ৩১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২২ জনকে বিবাদী করেন।
আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মাইন উদ্দিন ছাড়াও এ দরখাস্ত মামলার অন্য বিবাদীরা হলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া (৪৫), কিবরিয়া মিয়া (৪২), কামরুল ইসলাম (৪২), লিলবর হোসেন (৩৮), রিপন মিয়া (৩২), আমজাদ হোসেন (৩০), রুবেল আহমদ পংকি (৩০), মো. নজরুল মিয়া (২৮), মুকিদ মিয়া (৪৭), শাকিল মিয়া (২৬), রাজন দেব (২৮), ইউপি সদস্য বেলাল আহমদ, মতিউর রহমান (৩৮), হাবিব মিয়া (২৯), জাবেদ মিয়া (২৮), নাহিদ মিয়া (৩০), কওছর মিয়া (২৮), ফারুক আহমদ (৪০), রফু মিয়া (৩২), জামাল মিয়া (২৯), কনস্টেবল আশরাফুল ইসলাম, এলেক্স কাওছার (৩০), নয়ন মিয়া (২৪), খোকন মিয়া (৩৫), হুমায়ুন আহমেদ (২৬), সালমান আহমদ মাছুম (৩৮), শাহ আলমগীর (৪০), ইউনুফ হোসেন চৌধুরী (৪০), আব্দাল মিয়া (৪৫), মিজু মিয়া (২৯)সহ ২০/২২জন।