সিলেটে ইউপি সদস্যের খাটের নিচে মিলল ৩ কার্টন সরকারি ওষুধ
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য সেলিনা আক্তারের বাড়ির খাটের নিচ থেকে সরকারি ওষুধ, জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্যসামগ্রী জব্দ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নুরপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় সেলিনা আক্তারকে আটক করা হয়েছে।
আটককৃত সেলিনা আক্তার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। তিনি নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তার বাড়ির একটি কক্ষের খাটের নিচ থেকে কয়েকটি কার্টুনে থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধসহ বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়। পরে স্থানীয় থানা পুলিশের একটি দল ওষুধ জব্দসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক অসিত রঞ্জন দেব বলেন, যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাইজগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তারের বাড়িতে। এ সময় বেশ কিছু সরকারি ওষুধসামগ্রী জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য এখনই বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাচ্ছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।