হাছান মাহমুদ এখন কোথায়?
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
ছাত্র-জনতার বিক্ষোভের জেরে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর গ্রেপ্তার হয়েছেন বিগত সরকারের এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। গতমাসের শেষের দিকে গণমাধ্যমে খবর আসে, দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে হাছান মাহমুদ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হাছান মাহমুদ এখন কোথায় আছে।
দেশের একটি গণমাধ্যম বলছে, সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশটির লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তাঁর নিজের বাড়িতে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে।
জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে বলেন, ‘তিনি (হাছান মাহমুদ) এখানে আছেন এবং সেফ আছেন, এইটুকু আরকি। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই।’
এদিকে বেলজিয়াম থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিটিভি সি প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজ বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাছান মাহমুদ।