আমরা ওসমানীনগরবাসীর উদ্যোগে রাজনগরে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে বন্যাদুর্গত মানুষের মাঝে আমরা ওসমানীনগরবাসীর উদ্যাগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজনগর উপজেলার পাঁচগাওঁ ইউনিয়নের ধুলিজুরা গ্রামের বন্যায় পানিবন্ধি প্রায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আমরা ওসমানীনগরবাসী নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন দিলোয়ার হোসেন,মালেক আহমদ,সেবুল আহমদ,শাহিন আহমদ,নাজমুল ইসলাম,রাসেল আহমদ,রায়হান আহমদ,জিতু আহমদ,ইমন আহমদ,নাঈম আহমদ,রাজু আহমদসহ আরো অনেকেই।
স্থানীয় ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম বলেন,প্রায় ৭ বছর পর এরকম বন্যার কবলে পড়েছে রাজনগরবাসী। বন্যার শুরুতে ভয়াবহ অবস্থা ছিল তবে এখন ধীরে ধীরে পানি নামছে।কিন্তু দুঃখের বিষয় হলো এর আগে এই এলাকার মানুষ ত্রাণের পেকেট কিনচোখে দেখেনি এই প্রথম ওসমানীনগরের ভাইয়েরা তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছে। আমরা ধুলিজুরা গ্রামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,স্থানীয় ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম ও চলনবিলের হাওয়র পত্রিকার প্রতিনিধি কিবরিয়া আহমদ।