জিল্লুল হক চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ
৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান,ওসমানীনগর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মো.জিল্লুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের আজকের এইদিনে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
জিল্লুল হক ১৯৪৯ সালের ২২শে মে সিলেট জেলাধীন বৃহত্তর বালাগঞ্জের বর্তমান ওসমানীনগর থানার গলমুকাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।১৯৯২ সালে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠাতার পাশাপাশি ইউনিয়নের সর্বত্র ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে তার আমলে।একজন প্রথিতযশা সালিশ ব্যক্তিত্ব,রাজনীতিক,সমাজসেবক হিসেবে সমাদৃত ছিলেন সবমহলে।ছিলেন বৃহত্তর বালাগঞ্জের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একজন তারকা ফুটবলার ও নামকরা কাবাডি খেলোয়ার।
নিঃস্বার্থ সমাজসেবক,সদালপী,সাদা মনের মানুষ মরহুম জিল্লুল হক তার উত্তম ব্যবহার আর বিনয়ের জন্য ইউনিয়নবাসীর অশেষ শ্রদ্ধার আসনে সমাহীন।দাপটের সাথে চেয়ারম্যানি,রাজনীতি করলেও নিজের জন্য কিছুই করেননি।এমনকি নিজের বাড়ির রাস্তাটিও করেননি।বিভিন্ন মেয়াদে তিনি গ্রাম সরকার,ওসমানীনগর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক,বৃহত্তর গলমুকাপন পঞ্চায়েত পরিষদের সভাপতি,গলমুকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অভিভাবক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন নিষ্ঠার সাথে।আমৃত্যু ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা।প্রথম মৃত্যুবার্ষিকীতে বরেণ্য রাজনীতিক,সালিশ ব্যক্তিত্ব মরহুম মো.জিল্লুল হককে ইউনিয়নবাসী স্মরণ করবে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়।