বর্তমান বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ: সিলেটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আরিফ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ১:৪১ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বতর্মান বাংলাদেশ হচ্ছে একটি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। বিগত দিনগুলোতে একটি গোষ্ঠী ধর্মীয় বিবেধ হানাহানির রাজনীতি করছে। তাদের সেই চক্রান্ত দেশের মানুষ নস্যাৎ করে দিয়েছে। এখন বাংলাদেশ একটি পরিপূর্ণ সম্প্রিতি শিক্ষা দেয়। তিনি বলেন, বাংলাদেশে এখন আর হিংস্রতা, হানাহানি নেই। সকলের সহাবস্থান, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা সকল ধর্মই শিক্ষা দেয়। সেই শিক্ষা আমাদের সকলকে আত্মস্থ করতে হবে, মানতে হবে। তবেই একটি মানবিক সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ে তোলা সম্ভব।
সোমবার, বন্যার জন্য অনাড়ম্বর আয়োজনে সনাতন ধর্মের প্রাণ পুরুষ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর র্যালীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব মিহির দেব এর পরিচালনায় এবং উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে ভোরে সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়া থেকে র্যালীটি নগর পরিক্রমার মধ্যদিয়ে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ, পরিষদের নেতা অলক সিংহ, রণজিত সিংহ, ধীরজিৎ সিংহ ধীরু, সুনীল সিংহ ছাড়াও ভক্তবৃন্দ।