শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ফেসবুকে আনোয়ারুজ্জামান চৌধুরী লাইভ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শনিবার বিকালে ফেসবুক লাইভে ১৮ মিনিট কথা বলেছেন।
শনিবার বিকাল ৫টার লাইভে দেয়া তার বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে বলেছেন, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পদত্যাগ করেন নি। তাকে জোর করে দেশছাড়া করা হয়েছে। এখানে থাকলে তাকে হত্যা করা হতো। শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন।
তিনি তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. ইউনূসকে বারবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে তুলনা করে কঠোর সমালোচনা করেন।
তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সারাদেশে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর বাড়িঘরে হামলা হয়েছে। নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। সব নির্যাতনের বিচার অবশ্যই হবে।
সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এই সরকার কলমের খোঁচায় আমাকেসহ ১২ সিটির নির্বাচিত মেয়রকে সরিয়ে দিয়েছে। সিলেট নগরবাসীর প্রতিনিধি হিসাবে আমি যতদিন দায়িত্ব পালন করেছি, সবার প্রতি আন্তরিক ছিলাম।
আগামীতেও সিলেটবাসীর কল্যাণে কাজ করার আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেছেন, সিলেটবাসীর জন্য, হযরত শাহজালাল-শাহপরাণের মাটি ও মানুষের জন্য আমি এবং আমার পরিবারের সদস্যরা কাজ করে যাবো ইনশাল্লাহ।
আনোয়ারুজ্জামান চৌধুরী একাধিকবার বানভাসীদের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।