মিশিগানে ডেট্রয়েট স্টারস প্রিমিয়ার লীগ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ওয়ারেনে ফুটবলের আসর ডেট্রয়েট স্টারস প্রিমিয়ার লীগ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডেট্রয়েট স্টারস ফুটবল একাডেমীর আয়োজনে শনিবার (১৭ আগস্ট) ওয়ারেন সিটির হলমিচ পার্কে ফাইনালের মাধ্যমে মাসব্যাপী লীগটির সমাপ্তি হয়।
প্রিমিয়ার লীগে ডেট্রয়েট স্টারস রেড, ডেট্রয়েট স্টারস ব্লু, এনপিজি এফসি, বিসমিল্লাহ এফসি, বেঙ্গল ইনস্যুরেন্স এফসিসহ মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয়েছে “ডেট্রয়েট স্টারস রেড”। ফাইনালে আরেকদল ডেট্রয়েট স্টারস ব্লু -কে ২-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে দলটি।
খেলা শেষে বিসমিল্লাহ রেস্টুরেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেট্রয়েট স্টারস ফুটবল একাডেমীর রাশেল আলীর সঞ্চালনায় প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় ট্রপিসহ ম্যাচ সেরা অনেক পুরস্কার। এতে অংশ নেন প্রিমিয়ার লীগের পৃষ্টপোষকতায় থাকা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
প্রিমিয়ার লীগটি সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডেট্রয়েট স্টারস ফুটবল একাডেমীর প্রেসিডেন্ট আফজাল চৌধুরী বলেন, বেশ উন্মাদনা-উত্তেজনায় লীগটি বেশ উৎসবমুখর ছিল। প্রতিবছরজুড়ে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে জানান তিনি।