বাংলা টাউন মেলা মাতালেন লায়লা, আজ মঞ্চে উঠবেন বেবী নাজনীন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে পর্দা উঠলো তিনদিন ব্যাপী বাংলা টাউন মেলার। মিশিগানের এই মেলা গত শুক্রবার উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে দ্বিতীয়দিন শনিবার থেকে স্থানীয় ও আগত জনপ্রিয় শিল্পীদের একের পর এক পরিবেশনায় মাতেন প্রবাসীরা। এই মঞ্চে শনিবার সুরের মূর্ছনায় বাংলাদেশিদের মাতিয়ে রাখেন হালের জনপ্রিয় ফোঁক গানের শিল্পী লায়লা। আজ রোববার শেষদিন হাজির হবেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন।
ড্রেট্রয়েট জেইন্ ফিল্ডে শুক্রবার প্রথমদিন সন্ধ্যায় স্টল নিয়ে হাজির হন অনেকেই। পরেরদিন শনিবার দুপুর থেকেই শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। তিন দিনব্যাপী বাংলা টাউন মেলায় শনিবার গানে গানে দর্শক মাতিয়ে রাখেন ফোক গানের পরিচিত লায়লা, রিয়া রহমানসহ স্থানীয় শিল্পীরা। মেলা কমিটির সদস্য সচিব শাকের উদ্দিন সাদেকের পরিচালনায় মঞ্চে একের পর এক গানের তালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লাস দেখা যায়। শনিবার জেইন্ ফিল্ডের মাঠে বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশি খাবার আর পন্যের সমাহার। এসব স্টলে ছিল দেশি-বিদেশী পোশাক, খেলনা সামগ্রী, বাঙালি পণ্য, জুয়েলারি।
এদিকে মেলা উপলক্ষে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে গাড়িসহ থাকছে একাধিক পুরস্কার। আজ রোববার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পদচারণা থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।