লন্ডনে পালিয়ে গেলেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে পালিয়ে এসেছেন। রোববার কোলকাতা টু লন্ডনের একটি ফ্লাইটে তিনি লন্ডনে আসেন। বর্তমানে তিনি পূর্ব লন্ডনের নিজ বাড়িতে অবস্থান করছেন। তার লন্ডনে আসার তথ্যটি একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গত ৪ঠা আগস্ট নগরের কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের ৭ জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাবেক আইজিপি, এমপি, মেয়রকে আসামি করা হয়েছে। আসামি হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীরও।
সূত্র বলছে নিজেকে বাঁচাতে সাবেক মেয়র সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পরবর্তীতে তিনি রোববার একটি ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমান বন্দরে আসেন। সত্যতা যাচাই করতে আনোয়ারুজ্জামান চৌধুরীর লন্ডনের স্থানীয় মোবাইল ফোনে কল করলে তিনি কল রিসিভ করেন তবে তিনি যুক্তরাজ্যে নেই বলে দাবি করেন।
-মানবজমিন