সাবেক এমপি ইয়াবা বদি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ
হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (২০ আগস্ট) চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সময় কক্সবাজার-টেকনাফ কেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে সাবেক সংসদ সদস্য বদির বিরুদ্ধে। প্রতিবারই তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেন।
তবে চলতি বছরের ১৭ এপ্রিল আব্দুর রহমান বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কক্সবাজারের ১০ মাদক গডফাদারের মামলা তদন্ত করতে গিয়ে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানায় সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীও বদিকে মাদকের গডফাদার হিসেবে চিহ্নিত করেছে একাধিকবার।
২০০২ সালে টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হন বদি। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হন। পরে মনোনয়ন না পাওয়ায় বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে নির্বাচিত হন।