ওসমানীনগরে সেচ্ছাসেবক দলের সভায় ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবী
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ণ
ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার ২০ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থল গোয়ালাবাজারে সমবেত হন শত শত নেতাকর্মী। র্যালিটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে করে দক্ষিন পাশে শেষ হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক লয়লুছ আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ন সম্পাদক কয়েছ আহমেদ চৌধুরী, মাজহারুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান বকস, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সুহেল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান মাহবুব, তুফায়েল চৌধুরী উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইসলাম উদ্দিন, লয়লুছ মিয়া, রিমন মাহমুদ রাসেল, রমজান আলী, সাইদুর রহমান, রেজাউল করিম, সেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম, জালাল উদ্দিন, জগলু মিয়া, এমাদুল হক, জুয়েল আহমেদ, রফিক আহমেদ, জিয়া উদ্দিন, হুমায়ুন আহমেদ, আনোয়ার হোসেন, মাছুম আহমেদ, মিজান মিয়া, মানিক মিয়া, শামীম আহমেদ, মামুন মিয়া, রাজন আহমেদ, মাফিক মিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গত দেড় যুগ স্বৈরাচারী সরকারের দমন পীড়নের পরও সেচ্ছাসেবক দলের কোন নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাননি। সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধানে বিভিন্ন আন্দোলনে রাজপথে ছিল নেতাকর্মীরা। তারা অনতিবিলম্বে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।