ইলিয়াস আলী ‘আয়নাঘরে বন্দী’, ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেট বিএনপির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
‘গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দী’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। আজ রোববার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়েছে। ইলিয়াস আলী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তাঁকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের লোকজন ‘গুম’ করে রেখেছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এ সময় বক্তারা সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ‘গুম’ হয়েছেন বলে অভিযোগ করে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, মঈনুল হক চৌধুরী, হাসান পাটওয়ারী রিপন, নজিবুর রহমান, তাজুল ইসলাম, কোহিনুর আহমদ, আবুল কাশেম প্রমুখ।
বক্তারা বলেন, শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে। কিন্তু সিলেটবাসীর মনে বিজয়ের আনন্দ নেই। কারণ, ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতে ‘গুম’ হওয়া সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ (দিনার) ও জুনেদ আহমদ, আনসার আলী এখনো ফিরে আসেননি। ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী-সন্তানসহ সিলেটবাসী এখন প্রিয় নেতার ফেরার অপেক্ষায় আছেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাকে আঁকড়ে রাখতে বিরোধী মতের শত শত নেতা-কর্মীকে গুম ও গণহত্যা করেছেন। আমাদের গুম হওয়া সব নেতা-কর্মীকে ফিরে পাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
সিলেট বিএনপির একাধিক নেতা জানান, ২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে। সিলেট-২ আসনে টানা তিনবার নির্বাচন করে ইলিয়াস আলী বিজয়ী হন দুবার।
৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ‘গুম’ হওয়া কয়েকজন বাড়িতে ফিরেছেন। ৭ আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। এর আগে ৬ আগস্ট ভোরে মুক্ত হন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান)। ৫ আগস্ট রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবি জানান।
এ অবস্থায় কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর রটে, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীও ফিরবেন। সিলেটের বিএনপি নেতারাও সেই আশা করছেন।