ওসমানীনগরে ফুটপাত দখলমুক্তকরণসহ সড়কের দায়িত্বে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার তদারকির কাজ করছেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতা সিলেটের ওসমানীনগরেও এ কার্যক্রম অব্যাহত রেখেছেন স্থানীয় শিক্ষার্থীরা।
উপজেলার মহাসড়কের বিভিন্ন এলাকায় দেখা যায়, শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের চেয়েও কড়া দায়িত্ব পালন করেছেন। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় বদলে গেছে দৃশ্যপট। যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। দাঁড়াতে হচ্ছে নির্দিষ্ট স্থানে। উল্টো পথে চলার কোনো সুযোগ নেই। যেতে হচ্ছে নিয়ম মেনে। একই নিয়মে উপজেলার বিভিন্ন এলাকার মহাসড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে স্থানীয় শিক্ষার্থীরা। এছাড়া দীর্ঘদিন ধরে উপজেলার ব্যাবসায়ীক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। তবে আজ শিক্ষার্থীদের উদ্যোগে মহাসড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ এই বাজারটি ফুটপাত দখলমুক্ত করেন শিক্ষার্থীরা। এছাড়া পুরো বাজার এলাকা পরিষ্কার করে সাধারণ মানুষের বাহবা অর্জন করছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, সরকার পতনের পর থেকে দেশব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা।আমরাও উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিকের কাজ করছি। তাছাড়া বাজার পরিষ্কারসহ ফুটপাত দখলমুক্তের কাজ করছি। যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজে না আসবে ততদিন তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া এসময় কেউ চাঁদাবাজি করতে আসলে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের জানানোর অনুরোধ করেন তারা।