প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল খেলার পথে যে সকল দল
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
শিহাব কাজী:
ফ্রান্সের প্যারিস শহরে চলছে ক্রিয়ার সব থেকে বড় আসর অলিম্পিক। অলিম্পিকের এই ৩৩ তম আসর ইতিমধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে। এই আসরের অন্যতম একটি জনপ্রিয় খেলা হলো ছেলেদের ফুটবল। ইতিমধ্যে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এই আসলে অন্য সকল খেলার দিকে নজর না থাকলেও ফুটবলপ্রেমীদের ফুটবল খেলার দিকে বেশ নজর রয়েছে। প্যারিস অলিম্পিক ২০২৪ ছেলেদের ফুটবল খেলার কোয়ার্টার ফাইনালে যে সকল দল খেলতে পারে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক লক্ষ্য করা যায়।
অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে বিশ্বের সেরা সেরা দলগুলো লড়াই করে। চলতি অলিম্পিকে কোন দল কোয়ার্টার ফাইনাল খেলতে পারে এবং তাদের সামনে পরিসংখ্যান কি এই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি সাজানো হয়েছে।
অলিম্পিকের ছেলেদের ফুটবলে চারটি গ্রুপে ৪ টি করে দল, মোট ১৬ টি দল লড়াই করছে। এর মধ্য থেকে কোয়াটার ফাইনালে ৮ টি দল খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে ৩টি দল কোয়াটার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ “A” থেকে স্বাগতিক ফ্রান্স, গ্রুপ “C” থেকে স্পেন এবং গ্রুপ “D” থেকে জাপান সুপার এইটে জায়গা করেছে।
তবে এখন পর্যন্ত গ্রুপ B থেকে কোন দল কোয়ার্টার ফাইনালে টিকেট হাতে পাইনি। সবথেকে বড় চমক হল দুইবারের সোনা জয়ী দল আর্জেন্টিনা এখন পর্যন্ত তাদের কোয়ার্টার ফাইনাল কনফার্ম করতে পারেনি। বি গ্রুপে সকলের পয়েন্ট সমান হওয়ায় পরবর্তী ম্যাচের দিকে লক্ষ্য রাখতে হবে।
গ্রুপ “বি” তে রয়েছে মরক্কো, আর্জেন্টিনা, ইউক্রেন ও ইরাক। এই গ্রুপের সকল দলের পয়েন্ট ৩। আর্জেন্টিনা প্রথম ম্যাচে মরক্কোর সাথে ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচে ইরাকের সাথে ৩-১ গোলে জয়লাভ করে কোয়াটার ফাইনালের আশা ধরে রেখে।
অপরদিকে আশরাফ হাকিমির মরক্কো আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচে জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের সাথে হেরে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দিকে অবস্থান করছে। আগামীকাল শেষ ম্যাচে আর্জেন্টিনা ইউক্রেনকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যাবে।
অপরদিকে মরক্কো এবং ইরাকের মধ্যকার ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। “এ” গ্রুপ থেকে ফ্রান্স ইতিমধ্যে ৬ পয়েন্ট নিয়ে কোয়াটার ফাইনালে পৌঁছে গেছে বলা যায়। শেষ ম্যাচে ফ্রান্স নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করলে শীর্ষ ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে লড়াই করবে।
এই গ্রুপ থেকে শক্তিমত্তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র সমান ৩ পয়েন্ট নিয়ে লড়াই করছে। যুক্তরাষ্ট্রের শেষ ম্যাচ গিনির বিপক্ষে। তাই এই ম্যাচে জয় পেলে কোয়াটার ফাইনাল নিশ্চিত।
গ্রুপ “সি” থেকে স্পেনের পাশাপাশি মিশরের কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভাবনা রয়েছে। কেননা এই গ্রুপে থাকা ডোমিনিকান রিপাবলিক এবং উজবেকিস্তান এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি। বর্তমানে মিশরের পয়েন্ট ৪, পরবর্তী ম্যাচ জিতলে ৭ পয়েন্ট নিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করবে।
গ্রুপ “ডি” তে জাপানের সাথে কোয়ার্টার ফাইনালে যাওয়ার অপেক্ষা করছে প্যারাগুয়ে। কেননা এই গ্রুপে থাকা অন্য দুটি দল মালি এবং ইসরায়েল এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। ৩ পয়েন্ট নিয়ে থাকা প্যারাগুয়ে শেষ ম্যাচে মালিকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলবে তারা।