তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত, শঙ্কায় নদী পাড়ের মানুষ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩ হাজার পরিবার। শঙ্কায় রয়েছেন নদী পাড়ের মানুষ।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর পরবর্তী ৭ ঘণ্টায় তিস্তা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিকাল ৩টায় বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লহ্মীটারী, গজঘণ্টা, মর্ণেয়া, কাউনিয়া উপজেলার বালাপাড়া, টেপামধুপুর এবং পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে তিস্তা নদীর নিম্নাঞ্চলের এলাকা প্লাবিত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।
গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম জানান, উপজেলার ৭ ইউনিয়নে আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে নোহালী, কোলকোন্দ, লক্ষীটারী, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নে পানিবন্দি বেশি। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উত্তরাঞ্চল ও এর উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও ঘাঘট নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
তিস্তা নদীর কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।