ওসমানীনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আসছেন জেলা পরিষদ চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য আগামীকাল শনিবার ওসমানীনগরে আসছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
জেলা পরিষদের চেয়ারম্যান দুপুর ২ টার সময় গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামস্থ সুপ্রিম ফিলিং স্টেশনের সামনে ত্রাণ সমগ্রি বিতরণ করবেন বলে জানিয়েছেন জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদের উদ্যোগে পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে ১৩ টি উপজেলায় সংশ্লিষ্ট সদস্য ও মহিলা সদস্যদের দ্বারা জায়গা নির্ধারণ করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।